সাভারে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


সাভারে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাভারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযানক চালিয়েছেন জেলা প্রশাসন। 


এসময় পরিবহন ও সড়কে চলাচলে নানা অসংগতি থাকায়  ১২২০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 


বৃহস্পতিবার (৬ জুলাই) আমিনবাজার রাজস্ব সার্কেলের  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাসুমা আক্তার এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড  এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৩টি মামলায় ১২২০০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 


এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার বলেন, মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন রাস্তায় নামানোর অপরাধে ১৩ জনকে ১২২০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ।


এছাড়া একই সময় সাভার বাস স্ট্যান্ড এলাকায়ও সাভার মডেল থানা ও সাভার ট্রাফিক প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ্য লেগুনা, মোটর সাইকেল বাস সহ একাধিক যানবাহনে জরিমানা করা হয়।


আরএক্স/