অরক্ষিত রেলক্রসিং: ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৯ পিএম, ৬ই জুলাই ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় চট্রগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন। এতে প্রাইভেটকারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।
বুধবার (৫ জুলাই) দিবাগত মধ্যে রাতে আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকার অরক্ষিত রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম মো. আল-আমিন (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ঢাকায় একটি বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে কালো রঙের একটি (নোহা হাইস) প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন ৬ ব্যক্তি। পথে সাড়ে ১২টার দিকে আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় থাকা অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করতে তাদের গাড়িটি রেল সড়কে উঠে। সে সময় চট্রগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা সকলে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মো. আল-আমিনকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে গাড়ী চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কার্তিক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনা পর রাত তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
