একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
একদিনে করোনা ভাইরাসে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে সময় কারও মৃত্যুও হয়নি। সব মিলিয়ে শুরু থেকে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৯৭৫। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের।
বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ অধিদফতর থাকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৮৭৪ টি নমুনা সংগ্রহ ও ৮৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
আরও পড়ুন: করোনার টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু
একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৮৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।
গেল ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
জেবি/এসবি