মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে আগুন
মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রকল্পের সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস।


শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ানকোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। বিকাল সাড়ে ৫টায় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।


আরও পড়ুন: তেলবাহী সেই জাহাজে ফের বিস্ফোরণে আগুন


আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা আলফাজ উদ্দিন। 

 

তিনি জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।  


জেবি/এসবি