রূপগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৯ই জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত মুরগীর ফার্মের ভিতর থেকে ১ হাজার ১শ' বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মাছিমপুর কান্দিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন, রূপগঞ্জের মাছিমপুর এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে ফাহিম (২৪), একই থানার মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত দুই আসামি মো. ফাহিম এবং মো. এমদাদুল হক পেশাদার মাদক ব্যবসায়ী। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল মজুদ করে নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
