হাসপাতালে কিশোরী ধর্ষণের অভিযোগে রিমান্ডে ছাত্রলীগ নেতা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২১ পিএম, ১০ই জুলাই ২০২৩

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ বিচারক রহিমা আক্তার এ আদেশ দেন।
এর আগে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। গতকাল রোববার ভোরে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর গলা কাটলো বখাটে
শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের ছাদে এক কিশোরীকে ধর্ষণ করেন শাকিল। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিলের বিরুদ্ধে মামলা করেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
