ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে: মেয়র আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়। একাধিকবার মিটিং হয়েছে। আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবো। কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১০ জুলাই) ঝটিকা অভিযানে এসে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলা ও জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টে এডিস মশার লার্ভা পায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিদর্শন টিম। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
এজন্য পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টের কর্মচারীদের অফিস তালাবদ্ধ করে সংশ্লিষ্ট মালিকপক্ষকে সাক্ষাতের নির্দেশনা দেয় সিটি কর্পোরেশন।
এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, বাস্তবে যদি সরকারি প্রতিষ্ঠানের সবাই দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এই সরকারি প্রতিষ্ঠানে (পেট্রো বাংলা) এডিস মশার লার্ভা পাওয়া যেতো না। আমরা আজকে আরো অনেকগুলো ভবনে যাবো।
আরও পড়ুন: কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি : মেয়র আতিক
তিনি বলেন, পেট্রো বাংলাতে যে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তা হয়তো লাগতো না, যদি তারা মাত্র ৫০০ টাকা খরচ করতো। তাদের দায়িত্ব ছিল এখানে ওষুধ ছিটিয়ে দেওয়া, একটু ব্লিচিং পাউডার, একটু কেরোসিন ব্যবহার করা। আমি মনে করি দায়িত্বটা সবাইকে নিতে হবে। দায়িত্ব কিন্তু একা সিটি কর্পোরেশনের না।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, গত পরশু দিন আমরা রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালনা করেছি, সেখানকার অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে ২৭টা বিল্ডিংয়ের নিচে অভিযানে দেখেছি এডিস মশার লার্ভার চাষ হচ্ছে।
আজকে আমরা একটি সরকারি প্রতিষ্ঠান নাম পেট্রো বাংলা এসে দেখলাম এডিস মশার চাষ হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি রাখে, সেখানে ড্রেনে পানি। সেখানে মশার চাষ হচ্ছে। জাহাঙ্গীর টাওয়ারের নিচেও মশা চাষ হচ্ছে। যেখানে গাড়ি ঢুকছে জেনারেটর রয়েছে।
জেবি/ আরএইচ/