পায়রায় এসেছে আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


পায়রায় এসেছে আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা
পায়রা বন্দরে এসেছে এমভি ওয়াই এম সামিট। ছবি : সংগৃহীত

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি ‘ওয়াই এম সামিট’ নামে একটি বিদেশি জাহাজ। 


সোমবার (১০ জুলাই) সকালে এটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয় এবং সেখানে পুরোপুরি কয়লা খালাস করা হবে।


এ তথ্য নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।


আরও পড়ুন: পায়রায় সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে এসছে জাহাজ


এর আগে রোববার (৯ জুলাই) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছায় মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াই এম সামিট।


পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, রবিবার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি এদিন সকালে আউটার অ্যাঙ্কোরেজে ভিড়ে। পরে বিকালে ইনারে নিয়ে আসা হয়।


জেবি/ আরএইচ