ভারত থেকে ৫ টন আদা এসেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


ভারত থেকে ৫ টন আদা এসেছে
ছবি: সংগৃহীত

ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। 


এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।


এর আগে গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে। বন্দর দিয়ে মোট ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান।


আরও পড়ুন: আদা, রসুন ও মসলার দাম চড়া, কমেছে না আতপ চালের দাম


আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সমাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।


জেবি/ আরএইচ/