আসামরাজ্যের ১২ জেলা বাংলাদেশির কবলে, বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৪৪ পিএম, ১১ই জুলাই ২০২৩

তিন গগৈর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন আসাম মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সোমবার (১০ জুলাই) তিনি বলেছেন, “তিন গগৈ হাতে হাত ধরেছেন, তাতে আমি একটুও খারাপ পাইনি। আমাদের সন্দিকৈ, বুড়াগোহাই, দাস, মারন, কোচ, কলিতা, গগৈ সবাইকে প্রয়োজন। আমরা একজোট না হলে আসাম দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “কারণ বর্তমানে একটি একটি করে বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে। এখন পর্যন্ত ১২টি জেলা বাংলাদেশিদের হাতে চলে গেছে এবং যাবে। ফলে বাকি কয়েকটি জেলা রক্ষা করার জন্য তিন গগৈর সঙ্গে সবার হাত ধরার ব্যবস্থা করব আমি।”
আরও পড়ুন: স্কুলবাস-জিপের সংঘর্ষ, নিহত ৬
অন্যদিকে বিধানসভা কেন্দ্র পুননির্ধারণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পঞ্চায়েত পুণনির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কি কি পরিবর্তনের কথা চিন্তা করা হয়েছে, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বতর্মান ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তন করে দ্বি-স্তরীয় করার কথা চিন্তা করা হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি বিধানসভা কেন্দ্র পুণনির্ধারণ শেষ হয়, তবে পঞ্চায়েত পুণনির্ধারণ হবে। নতুন পঞ্চায়েতের ভিত্তিতেই হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
