আসামরাজ‍্যের ১২ জেলা বাংলাদেশির কবলে, বিস্ফোরক মুখ‍্যমন্ত্রী হিমন্ত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


আসামরাজ‍্যের ১২ জেলা বাংলাদেশির কবলে, বিস্ফোরক মুখ‍্যমন্ত্রী হিমন্ত
মুখ‍্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা

তিন গগৈর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন আসাম মুখ‍্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সোমবার (১০ জুলাই) তিনি বলেছেন, “তিন গগৈ হাতে হাত ধরেছেন, তাতে আমি একটুও খারাপ পাইনি। আমাদের সন্দিকৈ, বুড়াগোহাই, দাস, মারন, কোচ, কলিতা, গগৈ সবাইকে প্রয়োজন। আমরা একজোট না হলে আসাম দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে।”


তিনি আরও বলেন, “কারণ বর্তমানে একটি একটি করে বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে। এখন পর্যন্ত ১২টি জেলা বাংলাদেশিদের হাতে  চলে গেছে এবং যাবে। ফলে বাকি কয়েকটি জেলা রক্ষা করার জন‍্য তিন গগৈর সঙ্গে সবার হাত ধরার ব‍্যবস্থা করব আমি।”


আরও পড়ুন: স্কুলবাস-জিপের সংঘর্ষ, নিহত ৬


অন্যদিকে বিধানসভা কেন্দ্র পুননির্ধারণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পঞ্চায়েত পুণনির্ধারণ হবে বলে মন্তব‍্য করেছেন মুখ‍্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কি কি পরিবর্তনের কথা চিন্তা করা হয়েছে, সে সম্পর্কে মুখ‍্যমন্ত্রী বলেন, বতর্মান ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব‍্যবস্থার পরিবর্তন করে দ্বি-স্তরীয় করার কথা চিন্তা করা হয়েছে। জুলাই মাসের মধ‍্যে যদি বিধানসভা  কেন্দ্র পুণনির্ধারণ শেষ হয়, তবে পঞ্চায়েত পুণনির্ধারণ হবে। নতুন পঞ্চায়েতের ভিত্তিতেই হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন।


জেবি/এসবি