ডেঙ্গুতে রেকর্ড ৭ জনের প্রাণহানি, শনাক্ত ১০৫৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩
দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৪ জন।
মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে যে ১০৫৪ হাসপাতালে ভর্তি হয়েছেন এরমধ্যে ঢাকায় গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মসিকের স্কুল ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন
এতে আরও বলা হয়,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (১১ জুলাই) ৮৩ জনের মৃত্যু হয়েছে।
জেবি/এসবি