Logo

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সরাসরি মনিটরিং করবে দক্ষিণ সিটি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ২২:৩৫
44Shares
ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সরাসরি মনিটরিং করবে দক্ষিণ সিটি
ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বুধবার (১২ জুলাই) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

এর আগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ বিষয়ে একটি চিঠি ইস্যু করেছেন। এ সংক্রান্ত চিঠি এরইমধ্যে সব কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সব অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উল্লেখ করেছেন, আগামী ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠ পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন। সে কারণে কন্ট্রোল রুমের লাইভ মনিটরিং কার্যক্রমে প্রতিটি ওয়ার্ড, অঞ্চল থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD