গাজীপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ পিএম, ১২ই জুলাই ২০২৩

গাজীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান।
বুধবার (১২ জুলাই) গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপি এম এর সভাপতিত্বে গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ অনুষ্ঠিত হয় এসময় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপি এম শ্রেষ্ঠ ওসি হিসেবে মোহাম্মদ ফায়েজুর রহমানের হাতে পুরষ্কার তুলে দেন।
থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা পালন করায় এই স্বীকৃতি দেওয়া হয়।
পুলিশের এই সভায় কল্যাণ সভায় ছিলেন মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্),মো. রবিউল ইসলাম, পিপিএম, সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল, মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, খান মাহমুদুল হাসান, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
