ঘাটাইলে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ এএম, ১৩ই জুলাই ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আলম মিয়া।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
