এমএফএসে লেনদেন যত বাড়ছে ঝুঁকিও তত বাড়ছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এমএফএসে লেনদেন যত বাড়ছে ঝুঁকিও তত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনের পরিমান যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঝুঁকির পরিমাণও। তাই গ্রাহকদের অর্থ বা আমানতের সুরক্ষা দিতে আরো কঠোর নীতিমালা এবং এর বাস্তবায়ন প্রয়োজন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইকোনোমিক রিপোটার্স ফোরাম, ইআরএফ ও পলিসি রিসার্চ ইন্সটিটিউট ও পিপিআরআই আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। এতে বলা হয়, এই খাতে কোনো সংকট তৈরি হলে তা অর্ন্তভূক্তিমূলক অর্থনীতির উদ্যোগকে বাধাগ্রস্ত করবে।

বক্তারা এই কর্মশালায় জানান, স্বাধীনতার পর দীর্ঘযাত্রায় এগিয়েছে ব্যাংক খাত। তবে, আর্থিক অর্ন্তভূক্তিমূলকের বাইরে রয়েছে বড় সংখ্যাক মানুষ। কারণ, ব্যাংক খাত শুধু অর্থের যোগান দেয় না, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। আর্থিক খাত সম্প্রসারণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে তার ধারাবাহিকতা রক্ষা করা যায়নি বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।