Logo

আবারও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৪, ২২:৫৮
49Shares
আবারও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও
ছবি: সংগৃহীত

আবারও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

বিজ্ঞাপন

আলুর বাজারে স্বস্তি ফিরছে না, গত সপ্তাহে ৭০ টাকা বিক্রি হলেও দুই দফা বেড়ে আলুর প্রতি কেজি ৮০ টাকা। আর গত মাসে প্রতি কেজি আলুর দাম ছিল ৬০ টাকা। এদিকে সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি দেখা গেছে। 

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের আলু বিক্রতা জান্নাতুর বলেন, আলুর মৌসুম প্রায় শেষর দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। 

খিলগাঁ বাজারের বিক্রেতা বাপ্পি জানিয়েছেন, গত শুক্রবারও বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৭০ টাকায় বিক্রি হয়েছে, যা মঙ্গল-বুধবার এসে ৫ টাকা এবং গতকাল আরও ৫ টাকা বেড়েছে। ফলে সপ্তাহের মধ্যে আলুর কেজি ১০ টাকা বেড়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে গত মাসের মতো চড়া না হলেও সবজির দাম কিছুটা বেড়েছে। এর মধ্যে টমেটো-গাজর বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। বাড়তি আছে বরবটি, করলা, শিমের মতো আরও কিছু সবজি, যা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পটল, ঢ্যাঁড়স, পেপে কেনা যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে।

বিজ্ঞাপন

অন্যদিকে কলমিশাক, লালশাক, ডাটাশাক, পুঁইশাকসহ বিভিন্ন শাকের দামও ৫ টাকা করে (মুঠিতে) বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

অন্যদিকে মসলা পণ্যের মধ্যে পেঁয়াজের দাম বেশি। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৫০ টাকায় ও আমদানি করা পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD