শুক্রবারও দেওয়া হবে করোনার টিকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনাভাইরাসের
টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ায় শুক্রবারও টিকা কার্যক্রম পরিচালনা করবে স্বাস্থ্য
অধিদপ্তর। সারা দেশের টিকাকেন্দ্রগুলোতে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার
(২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৬
ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ ক্যাম্পাইন হাতে নিয়েছে সরকার। ওই দিন ১ কোটি মানুষকে টিকা
দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম ঘিরে দেশব্যাপী উদ্দীপনা সৃষ্টি
হয়েছে। ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জনমনে
সৃষ্ট এই উৎসাহ ও টিকার চাহিদা পূরণে শুক্রবার সারা দেশের সব কোভিড-১৯ ভ্যাকসিনেশন
সেন্টার খোলা থাকবে।
প্রয়োজনে
অতিরিক্ত বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।
ওআ/