বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০২ পিএম, ১৩ই জুলাই ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন দক্ষিণ কুড়িমারা গ্রামের শামসুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম আলমগীর (৩০) ও মেয়ে নাদিরা আক্তার।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ঈদের নামাজে কথা কাটাকাটি, সংঘর্ষে নিহত ১
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে দক্ষিণ কুড়িমারা গ্রামের বাসিন্দা আবদুল কাদির ও তার ভাই শামসুল ইসলামের বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। এ ঘটনায় আবদুল কাদির ও তার লোকজন শামসুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম আলমগীর ও মেয়ে নাদিরা আক্তারকে কুপিয়ে জখম করেন। এতে মাহমুদুল ইসলাম আলমগীর ঘটনাস্থলেই মারা যান। আর নাদিরা আক্তারকে মূমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনার খবরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
