ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:১৯ এএম, ১৫ই জুলাই ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে জেলার ধনবাড়ী উপজেলার জামতলি পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম জসিম উদ্দিন জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ধনবাড়ী থেকে দিগপাইত যাচ্ছিল। জামতলী পাথালিয়া নামক স্থানে পৌঁছলে জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী এক নারীসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালকের মৃত্যু হয়।
তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে, ট্রাক চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
