যুবতীকে মোবাইল ফোনে অশ্লীল ছবি প্রেরণ করায় সাসপেন্ড হলেন এসআই
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩
আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং কঠোর অবস্থান নিয়েছেন। আরও এক পুলিশ কর্মীকে বরখাস্ত করেন। এবার পুলিশের উপ-পরিদর্শক লোহিত রাজবংশীকে বরখাস্ত করেছেন। প্রকাশ, লোহিত রাজবংশী আসামের তেজপুরের এক যুবতীকে মোবাইল ফোনে অশ্লীল ছবি প্রেরণ করে ছিলেন।
শুক্রবার (১৪ জুলাই) তেজপুরের রাজপথে লোহিত রাজবংশীর গালে চড় বসালেন ওই যুবতী। শুধু তাই নয়, এসআই রাজবংশীকে প্রকাশ্যে রাস্তার মাঝখানে নতজানু হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়। এ কর্মকাণ্ডের পর লোহিত রাজবংশীকে সাসপেন্ড করার ঘোষণা দিয়েছেন আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং।
ঘটনার তদন্ত করে একদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ও দিয়েছেন তিনি। অভিযোগ সত্য প্রমাণিত হলে লোহিত রাজবংশীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ও দিয়েছেন জিপি সিং। উল্লেখ্য, ঘটনার ২৪ ঘন্টার আগে জিপি সিং সমস্ত পুলিশকে একটি খোলাচিঠি জারি করেছিলেন।
তিনি অফিসার ও কর্মচারীদের সর্তক করেন। খাকি পোশাকের প্রতি সম্মানের সঙ্গে নারীদের সম্মান ও মর্যাদা দিতে বলেছেন। জিপি সিংয়ের এই আহবানের পর এমন ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে।
আরএক্স/