সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবাষীকি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৬ পিএম, ১৫ই জুলাই ২০২৩


সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবাষীকি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় সাবেক রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ জুলাই) উপজেলার জাতীয় পার্টির আয়োজনে এ  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ,ফেনী ৩ আসনের  সাংসদ লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।


এতে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সুফিয়ান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, ফেনী জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি আব্দুর রহিম সোহেল, ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক  নুর আলমবাসী ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শারমিন আক্তার, ফেনী জেলা জাতীয় যুবসংহতির বর্তমান সভাপতি  রেজাউল গনি পলাশ, সাধারণ সম্পাদক  আবুল মনসুর নয়ন এবং ফেনী জেলা জাতীয় যুবসংহতির সহ-সাধারণ সম্পাদক,  দাগনভুইয়া উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মিজানুর রহমান মামুন 


এছাড়া অনুষ্ঠানে প্রতিটি উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অংজ্ঞ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করা হয়।


জেবি/এসবি