ইউপি চেয়ারম্যানের গাড়ি চুরি মামলা নিতে গড়িমসি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


ইউপি চেয়ারম্যানের গাড়ি চুরি মামলা নিতে গড়িমসি
চেয়ারম্যান রেজাউল করিম ও ব্যাক্তিগত প্রাইভেটকার

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের ব্যাক্তিগত একটি প্রাইভেটকার চুরি হয়ে গিয়েছে। 


শুক্রবার (১৪ জুলাই) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পার্কিং থেকে গাড়িটি চুরি হয়ে যায়। সাদা রঙের প্রাইভেট কারটির রেজিষ্ট্রেশন নাম্বার- চট্ট মেট্রো- গ ১১-১৯৯০। 


গাড়ির মালিক রেজাউল করিম জানান, গাড়িটি আমার পরিবার ব্যবহার করে। তারা পতেঙ্গা সমুদ্র সৈকতে শুক্রবার ঘুরতে যায়। ড্রাইভার গাড়িটি পার্কিং এ রেখে সেও ঘুরাঘুরি করছিল। ঘুরাঘুরি শেষে পার্কিং এ গিয়ে দেখে গাড়িটি নেই। 


৩ টা থেকে ৫ টার মধ্যে গাড়িটি চুরি হয়ে যায়। এব্যাপারে পতেঙ্গা থানায় মামলা করতে গেলে ওসি আফতাব ২৪ ঘন্টা অপেক্ষা করতে বলেন। বিভিন্ন মাধ্যমে তদবির করেও মামলা দায়ের করা সম্ভব হয়নি। আমার ড্রাইভার জাফর বহু বছর ধরে আমার গাড়ি চালায়। সে অত্যন্ত বিশ্বস্থ। আমার ড্রাইভার বাদি হয়ে মামলা করবে। কিন্তু ওসি মামলা নিতে গড়িমসি করছে। মামলা না নিয়ে ড্রাইভারকে নিয়ে ওসি জল ঘোলা করার চেষ্টা করছেন। 


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানার ওসি আফতাব জানান, গাড়ি চুরির বিষয়ে মৌখিক ভাবে জানিয়েছেন চেয়ারম্যান রেজাউল করিম। তবে এখনো লিখিত অভিযোগ দেন নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এছাড়া তিনি বলেন, গাড়ির ড্রাইভার গাড়িটি কোথায় পার্কিং করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না। ড্রাইভারের মোবাইল ফোনের সকল তথ্যও মুছে ফেলেছে। আমরা ড্রাইভারকে সন্দেহ করছি। হয়তো সে গাড়িটি কাউকে দিয়ে সরিয়ে নিয়েছে।


আরএক্স/