Logo

রাস্তায় ফেলা হলো জাতীয় পার্টি নেতার লাশ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ২৪:০৪
77Shares
রাস্তায় ফেলা হলো জাতীয় পার্টি নেতার লাশ
ছবি: সংগৃহীত

তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন পাশাপাশি ঠিকাদারি করতেন

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগরে চলন্ত প্রাইভেটকার থেকে জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুরের লাশ ছুড়ে ফেলে পালিয়েছে দুবৃর্ত্তরা। 

শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, ৫২ বছর বয়সি সালামকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানান, লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী লাশটি ফেলে দিয়ে পালিয়ে যায়। শনিবার রাত ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটের সামনে তা দীর্ঘক্ষণ পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

স্বজনরা জানিয়েছেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সালামের বাসা। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD