রাস্তায় ফেলা হলো জাতীয় পার্টি নেতার লাশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

রাজধানীর শেরেবাংলা নগরে চলন্ত প্রাইভেটকার থেকে জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুরের লাশ ছুড়ে ফেলে পালিয়েছে দুবৃর্ত্তরা।
শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, ৫২ বছর বয়সি সালামকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন।
আরও পড়ুন: জাতীয় পার্টির সঙ্গে ইসির মতবিনিময় সভা স্থগিত
পুলিশ জানান, লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী লাশটি ফেলে দিয়ে পালিয়ে যায়। শনিবার রাত ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটের সামনে তা দীর্ঘক্ষণ পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্বজনরা জানিয়েছেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সালামের বাসা। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ইতিহাসে সম্ভবত এই প্রথম সব মতের মানুষের জনস্রোত নামবে: আজহারি

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং

সাধারণ মানুষ চায় এই সরকার আরও ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
