রেললাইন থেকে সরে গেল অবরোধকারীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


রেললাইন থেকে সরে গেল অবরোধকারীরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা অবরোধের পর কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে রেললাইন থেকে সরলেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। 


রবিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ তুলে রেল ভবনের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন আন্দোলনকারীরা।


আরও পড়ুন: ট্রেন থামিয়ে শ্রমিকদের রেললাইন অবরোধ


এ দিন সকাল ১০টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।


‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে সকাল ১০টায় দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।


জেবি/এসবি