আমাকে অনেকে এমপি হিসেবে দেখতে চায়: সাদিক আবদুল্লাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, অনেকে আমাকে এমপি হিসেবে দেখতে চায়। আমাদের অভিভাবকরা আছেন, এইটা তারা সিদ্ধান্ত নেবেন।
বরিশাল পোর্টরোডের ইলিশ ভবনে প্রয়াত মৎস্য আড়ৎদারদের স্মরণে শনিবার রাতে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার কথা হচ্ছে, এখানে আমরা যারা একতাবদ্ধ আছি, তেমন ঐক্যবদ্ধ থাকলে নৌকা মার্কা যে নিয়ে আসবে সেই জয়লাভ করাবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমি এখানে থাকতে পারবো; এই বিষয়টা চিন্তা করবেন।
আরও পড়ুন: আমার চাচা মেয়র মানে আমিই মেয়র: সাদিক আব্দুল্লাহ
সাদিক আবদুল্লাহ বলেন, সামনে জাতীয় নির্বাচন তাই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করছেন। আমরা বরিশালে কোনো ষড়যন্ত্র, মারামারি-কাটাকাটিতে লিপ্ত হবো না। শান্তির বরিশাল শান্তিতে রাখতে চাই। আর যারা গায়ে পরে ঝগড়া করে; পুলিশ আছে প্রশাসন আছে তারা দেখবেন। ১৮ আগস্টে আমাকে পর্যন্ত গুলি করছে, আমরা কোনো পাল্টা ইটও মারিনি। তারপরও অনেক কিছু হইছে, সব বলা যাবে না।
তিনি বলেন, আপনারা উপলব্ধি করেন। আমাকে ভালোবেসে পাশে রাখতে হলে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। প্রার্থী যে আসুক কোনো বিষয় না নৌকা মার্কা বিষয়। নৌকা না জিতলে অতীতে যে অবস্থায় ছিলো সেই অবস্থায় বরিশাল ফিরে যাবে। আমরা কিছু করতে পারবো না।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
