আমার চাচা মেয়র মানে আমিই মেয়র: সাদিক আব্দুল্লাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমাকে মেয়র থাকতে হবে এমন কোনো কথা নেই, আমি নগরবাসীর সঙ্গে ছিলাম, থাকবো। আমার চাচা মেয়র মানেই আমি মেয়র।
শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি মনে করি, এটা বরিশাল মহানগর আওয়ামী লীগের জয়লাভ, জননেত্রী শেখ হাসিনার জয়লাভ, এটা খোকন সেরনিয়াবাতের জয়লাভ। শান্তির বরিশাল নগরীকে আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো।
আরও পড়ুন: আমি অবশ্যই জয়ী হব: খোকন সেরনিয়াবাত
মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, কিছু লোকজন ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা সুবিধার জন্য আসে দলে, সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। আজ দল ক্ষমতায় না থাকলে কাউকে খুঁজে পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনই বিভক্ত হয় না, সবসময় একতাবদ্ধ। এ কারণে আওয়ামী লীগ শক্তিশালী। বঙ্গবন্ধুর গড়া আ.লীগ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রায় শামিল হতে সবার প্রতি আহ্বান জানাই।
জেবি/ আরএইচ/