বরিশালে স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের অনশনে অসুস্থ ২ শিক্ষার্থী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৪ পিএম, ১২ই আগস্ট ২০২৫

স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দাবিতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন।
এর মধ্যে একজন শিক্ষার্থীকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে অনশনরত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে, হাসপাতালের পরিচালক একেএম মশিউল মুনীর ফটকের সামনেই চিকিৎসার ব্যবস্থা করেন।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন—বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পাস করা তাহমিদ ইসলাম দাইয়ান ও শাফিন মাহমুদ।
আন্দোলনকারীরা জানান, দাইয়ানকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়েছে। এ সময় পরিচালক ট্রলি নিয়ে এসে তাকে বেডে নিয়ে যেতে চান, তবে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় গেটের সামনেই স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়।
শাফিন মাহমুদ বলেন, ‘আমরা অনশন শুরু করেছি ২৪ ঘণ্টা হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা এসে সমাধান না দেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। একজন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে যদি দেশের মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হয়, সেই মৃত্যু আমরা মেনে নেব।’
দাইয়ান বলেন, ‘আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার তাড়িয়েছি। আমাদের এক দফা আন্দোলনে যেতে বাধ্য করবেন না।’
পরিচালক মশিউল মুনীর বলেন, ‘আমার পক্ষে যা করার, করেছি। হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ চলছে। দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, তবে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের সব সময় খোঁজ রেখেছি। সকালে অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেছি এবং অনশন ভাঙানোর চেষ্টা করেছি।’
শিক্ষার্থী শাফিন মাহমুদ বলেন, পরিচালকের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই; অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার প্রতি -তাকে আসতে হবে।
দাইয়ানের বোন শিফা বলেন, ‘আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে। ছাত্র আন্দোলনে সে গুলিও খেয়েছিল। ওর যদি কিছু হয়, তবে প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টা দায়ী থাকবেন।’
এসএ/