মির্জাগঞ্জে বসত ঘরে অগুন, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৫ পিএম, ৭ই আগস্ট ২০২৫


মির্জাগঞ্জে বসত ঘরে অগুন, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি
বসত ঘরে আগুন। ছবি: প্রতিনিধি

‎পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর মালামালসহ ভস্মীভূত হয়েছে। 


বৃহস্পতিবার (৭আগস্ট) সকাল সাড়ে দশটার সময়ে উপজেলার দেউলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি এবং গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেউলী এলাকার বসত ঘরের মালিক মো. সরোয়ার খান সহ সবাই ঘটনার সময়ে বাহিরে ছিলেন। সকালে রান্না করে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবরের  লোকজন বাহিরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।


স্থানীয় বাসিন্দা ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. সুমন জানান, উপজেলা দেউলী এলাকার একটি আধাপাকা বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ঘরের ভিতরে মালামাল সম্পূর্ণ ক্ষতি ও প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


এসডি/