গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৩


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৩
ছবি: প্রতিনিধি।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানঘর ভেঙে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।


সোমবার (৪ আগস্ট) সকালে  এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানঘর ভেঙে খালের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ময়মনসিংহ থেকে বরিশালগামী শামীম এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাসটি বার্থী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানঘর ভেঙে খালে পড়ে যায়।


তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।


এসডি/