পাথরঘাটায় বাস উল্টে খাদে, আহত ১০


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ পিএম, ৬ই আগস্ট ২০২৫


পাথরঘাটায় বাস উল্টে খাদে, আহত ১০
ছবি: প্রতিনিধি।

বরগুনার পাথরঘাটায়, পাথরঘাটা টু ঢাকা সড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।


বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।


প্রথম দুর্ঘটনা ঘটে ভোর সাড়ে ৪ টার দিকে পাথরঘাটার কেরামতপুর বাস স্ট্যান্ডের পাশে।


ঢাকা থেকে পাথরঘাটা গামি একটি যাত্রীবাহী বাস খান এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৭ জন যাত্রী আহত হন। বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ বিকট শব্দ পেয়ে বাহিরে বের হয়ে দেখি বাসটি খাদে পড়ে আছে একজন চিৎকার করছে। আমরা কয়েকজন মিলে তাদেরকে ধরে উঠালাম। ভিতরের যাত্রীরা বলছে ড্রাইভার ঘুমাচ্ছিল আর হেল্পার দিয়ে গাড়ি চালান, হয়তো ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়।


বাসের ড্রাইভার সহ ৬ থেকে ৭ জন আহত হয় পরে তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


দ্বিতীয় দুর্ঘটনা ঘটে সকাল ৯টার দিকে মঠবাড়িয়া থেকে পাথরঘাটা গামি লোকাল পরিবহনের সাথে পাথরঘাটা থেকে ঢাকাগামী বনফুল দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকাল বাসটির সাথে ধাক্কা লাগায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে বাসের ড্রাইভার সহ চারজন আহত হয়।


আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে বাস চালকের পা ভেঙে গুরুতর আহত হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয়রা বলেন, এই জায়গায় প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা হতেই থাকে, ঢাকা থেকে ছেড়ে আসা বাস গুলোর চালক মঠবাড়িয়ার পরে হেলপার'কে দিয়ে বাস চালায় বিধায় এই দুর্ঘটনা ঘটে ।


এ ছাড়াও রাস্তার পাশের গাছগুলো সড়কের দিকে হেলে পড়ায় সঠিক লাইনে গাড়ি চালাতে না পারায় দুর্ঘটনা ঘটে।


এসডি/