পটুয়াখালীতে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ পিএম, ১০ই আগস্ট ২০২৫

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা ।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল শিশু পার্কের পশ্চিম পাশে ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত অবস্থান করে বিচারের দাবিতে স্লোগানের শ্লোগানে ডিসির বাংলো ও সোনালী ব্যাংক চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷
মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত গণমাধ্যম কর্মী ও সকল স্তরে জনসাধারণের প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে। ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন,এই বিচার দ্রুত না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না বলে মনে করে ।
এদিন পটুয়াখালী সকল উপজেলা ও পৌর শহরে বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান ,যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না।
এসডি/