আবারও ‘বরিশাল ব্লকেড’: ৩ মাসের সময় চাইলেন শেবাচিম পরিচালক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:১০ পিএম, ১১ই আগস্ট ২০২৫


আবারও ‘বরিশাল ব্লকেড’: ৩ মাসের সময় চাইলেন শেবাচিম পরিচালক
ছবি: সংগৃৃহীত

শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচির মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালের সংস্কার দাবিতে লাগাতার ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচির ঘোষণা করেছে ছাত্র-জনতা।


সোমবার (১১ আগস্ট) বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ঘণ্টা ৩০মিনিট অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি। এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক সোমবার সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিন মাস সময় চেয়েছেন।


এর আগে রবিবার (১০ আগস্ট) বিকেলে সাড়ে ৫ ঘণ্টা একই মহাসড়ক অবরোধ শেষে স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্র-জনতা। আল্টিমেটামে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল শেবাচিম হাসপাতালে এসে তদন্ত শেষে সংস্কারের সুস্পষ্ট আশ্বাস প্রদানের দাবি জানানো হয়।


আরও পড়ুন: পটুয়াখালীতে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি


সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। তারপর সবশেষ রোববার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলাম বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টাকে সশরীরে আসার জন্য। এসে অনিয়ম-দুর্নীতির তদন্ত শেষে তিন দফা দাবির স্বপক্ষে সুস্পষ্ট আশ্বাস প্রদানের দাবি জানিয়েছিলাম। কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও তিনি বরিশাল আসেননি, তাই দাবি আদায়ে আমরা বরিশাল ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছি।


তিনি বলেন, বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক এখনো নড়েনি। যদি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি, অবহেলা চলতে থাকে, তাহলে এই আন্দোলন আরও কঠোর হবে।


এর আগে, স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র-জনতা। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কুয়াকাটা থেকে আসা যানবাহনগুলো নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা থেকে নবগ্রাম রোড দিয়ে কাশিপুর চৌমাথার দিকে ঘুরিয়ে দেয় পুলিশ। এতে যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে বিকল্প পথে মহাসড়কে যুক্ত হয়ে গন্তব্যে চলে যায়। একই পথে ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়িগুলোও এই রুটে গন্তব্যে চলে যায়। এই পথে অতিরিক্ত ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে হলেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়নি। তবে অতিরিক্ত সময় ক্ষেপণসহ যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এদিকে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে আন্দোলনকারীরা ইমার্জেন্সি লেন তৈরি করে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: সাগরে ধরা পড়ছে রূপালি ইলিশ, দাম কমছে পাইকারি বাজারে


এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, আমার মূল কাজ হলো হাসপাতালের সেবার মান বাড়ানো, রোগীকে সন্তুষ্ট করা, হাসপাতালটি আমাদের সবার, এই হাসপাতাল চালাতে সবার সহযোগিতা প্রয়োজন। ছাত্র-জনতার চলমান আন্দোলন নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, সচিব ও ডিজি স্যারের সঙ্গে কথা হয়েছে। তারা বরিশালের বিষয়ে অত্যন্ত পজিটিভ। বরিশালসহ সারা দেশে স্বাস্থ্য সংস্কার বিষয়ে কাজ করছেন তারা। তাদের সময় দিতে হবে। তবে অচিরেই সারা দেশে ৩ হাজার চিকিৎসক ও আগামী মাসে ৩২শ নার্স নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের হাসপাতালে তুলনামূলক বেশি চিকিৎসক ও নার্স পাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছেন। একই সঙ্গে খুবই দ্রুত আমাদের হাসপাতালের জন্য ১টি এমআরআই মেশিন, ক্যাথ ল্যাব ও সি-আর্ম মেশিন সরবরাহ করা হচ্ছে। এজন্য তিনি বরিশালবাসীর কাছে তিন মাসের সময় প্রত্যাশা করেন।


বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


গত ১৬ দিন ধরে তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ছাত্রজনতা। এই দাবিতে রবিবার সাড়ে ৫ ঘণ্টা, শনিবার ছাত্র-জনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্র-জনতা আড়াই ঘণ্টা ও বাসশ্রমিকরা দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।


এমএল/