Logo

ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন শাহ কামাল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ২২:২৬
30Shares
ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন শাহ কামাল
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আইজিপি কর্তৃক দেয়া কোতোয়ালী মডেল থানার ঐ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে তুলে দেন

বিজ্ঞাপন

উত্তম ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কারপ্রাপ্ত হয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী ও মডেল থানার এএসআই আমির হামজা শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পেয়েছেন। 

রবিবার (১৬ জুলাই)পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের জন্য উত্তম ও ভাল কাজের জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এই সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার  প্রদান করেন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার দিন ময়মনসিংহে সংঘটিত চাঞ্চল্যকর এক অটোচালক ও এক রিক্সাচালক খুনের কয়েক ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনসহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত জুন মাসে বিভিন্ন আভিযানের সাফলতা ও আইন শৃঙ্খলা রক্ষার মানদন্ডে কোতোয়ালি মডেল থানাকে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আইজিপি কর্তৃক দেয়া কোতোয়ালী মডেল থানার ঐ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড এবং কল্যাণ শেডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD