গণটিকাদান চলবে আরও দুদিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনাভাইরাস
থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে টিকার বিশেষ ক্যাম্পেইন চলবে আরও দুই দিন। টিকা
নিতে মানুষের আগ্রহ বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার
(২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা
ফ্লোরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি
বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
করোনা
মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার
দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।
এই
কার্যক্রমের আওতায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য
করা করা যায়। একইসঙ্গে ব্যাপক আগ্রহে বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সের মানুষ করোনার টিকা
গ্রহণ করছেন।
আজ
সারাদেশে ২৮ হাজার বুথে টিকা দেয়া হচ্ছে। এসব বুথে টিকা দেয়ার কাজে যুক্ত আছেন স্থাস্থ্য
বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। দেশের প্রতিটি
ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তারাও টিকা দেবেন)
থাকবে।
এছাড়া
সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেয়া হবে। লোকজনকে টিকা
নিতে উদ্বুদ্ধ করতে গত কয়েক দিন মাইকিং, গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য
অধিদপ্তর।
ওআ/