ছেংগারচর পৌর সভা নির্বাচনে মেয়র পদে নৌকার বিজয়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


ছেংগারচর পৌর সভা নির্বাচনে মেয়র পদে নৌকার বিজয়
আরিফ উল্ল্যা সরকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভা নির্বাচন সম্পন্ন হয়েছে।  এতে মেয়র পদে  জয় লাভবান করেছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আরিফ উল্ল্যা সরকার। 


সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিরতিহীন ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট। ভোট গননা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ছেংগারচর পৌর সভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 


এ ছাড়া ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলো ১,২ ও ৩ নং ওয়ার্ডের সালমা পাটোয়ারী (চশমা), ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের আকলিমা বেগম ( আনারস), এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নুরুন নাহার ( আনারস) নির্বাচিত হয়। সাধারণ কাউন্সিলররা হলো ১ নং ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ হারিছ খাঁন, ৩ নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ডের মো. শাহজালাল মুফতী, ৫ নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নং ওয়ার্ডের আমান উল্লাহ সরকার, ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডের শাজান মোল্লা ও নং ওয়ার্ডের মোঃ বোরহানউদ্দিন কাউন্সিলর পদে নির্বাচিত হন। ১৭ জুলাই রাত ৯ টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন। 


ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তাহের ও পর্যবেক্ষক দল। ঐ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৩,৩,৬৬ জন, ভোট কেন্দ্র ১৬ ট, কাস্টিং ভোট ২১,৪,৫৮ টি, অবৈধ ভোটের সংখ্যা ৩৭ টি,মোট প্রদত্ত ভোট ২১,৪,৯৫ টি। ঐ নির্বাচনে পর্যাপ্ত  নিরাপত্তার বলয় ছিল চোখে পরার মতো। 


প্রায় ৪৫০ জন পুলিশ , ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন ব্যাব, সাদা পোষাক দারে নিরাপত্তা বাহিনী, ডিবি, ডিজিআইএফ, এনএসআই, স্টাইকিং টীম, মোবাইল টীম, ম্যাজিষ্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী দায়িত্ব পালন করেন। ঐ নির্বাচনে মেয়র প্রার্থী আরিফ উল্ল্যা সরকারের নৌকা প্রতিকের প্রাপ্ত ভোট ১৩০০৬ পেয়ে নির্বাচিত হন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল হক সরকার নারিকেল গাছ প্রীতিকের প্রাপ্ত ভোট ৬৩৪৭ পেয়ে পরাজয় বরণ করেন।  


অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।


আরএক্স/