করোনা টিকার কার্যক্রম চলবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি
বলেন, ‘আজ ১ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার
কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের ১২ কোটি মানুষ টিকার আওতায় আসবে।’
শনিবার (২৬
ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন
শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী
বলেন, ‘দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের
৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের
অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশ।’
তিনি
আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রয়োজনের অতিরিক্ত টিকাগুলো যে দেশ টিকা পায়নি
সে দেশকে দেওয়ার পরিকল্পনা আছে।’
এখনো
যারা টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
ওআ/