বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। 


বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি বেলা ১১টা ১০ মিনিটে আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়েছে।


তবে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।


আজকের পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।


আরও পড়ুন: খণ্ড খণ্ড মিছিলে আব্দুল্লাহপুরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা


জানা গেছে, এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন।


এদিকে, পদযাত্রাকে কেন্দ্র করে সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গণপরিবহনের যাত্রীদের ভোগান্তি নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।


জেবি/ আরএইচ/