সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলল সমমনা জোট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলবে।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর পল্টন মোড়সংলগ্ন ভাসানী গলিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান।
তিনি জানান, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। এই সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা অবিলম্বে এই সরকারের পতন চায়।
আরও পড়ুন: আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
এ সময় ফরিদুজ্জামান ফরহাদ জানান, এই সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ফের ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তাদের এই চাওয়া সফল হবে না।
তিনি জানান, এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলেও দাবি করেন তিনি। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশ শেষে বেলা সোয়া ১১টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
