৬ মাসে নৌ দুর্ঘটনায় নিহত ৫৭, নিখোঁজ ৩৪: এসসিআরএফ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


৬ মাসে নৌ দুর্ঘটনায় নিহত ৫৭, নিখোঁজ ৩৪: এসসিআরএফ
ফাইল ছবি

গেল ৬ মাসে অভ্যন্তরীণ নৌপথে ৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত  ৫৭ নিহত, ৩৪ জন নিখোঁজ ও ৫০ জন আহত হয়েছেন। তবে এ সময়ে বড় ধরনের কোনো লঞ্চ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেনি। হতাহতের তালিকায় কোনো নারী ও শিশু নেই। 


বুধবার (১৯ জুলাই) শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


এসসিআরএফের প্রতিবেদনে বলা হয়, নৌ দুর্ঘটনার ওপর নিয়মিত পর্যবেক্ষণ, ১২টি বাংলা জাতীয় দৈনিক, ৫টি ইংরেজি জাতীয় দৈনিক, ৯টি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থা এবং ৬টি আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।


আরও পড়ুন: বিএনপির পদযাত্রায় রাজধানীতে ‘ভোগান্তি’


এতে আরও বলা , জানুয়ারিতে পাঁচটি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত হন। এতে ৫ জন আহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন। ফেব্রুয়ারিতে ১৩টি নৌ দুর্ঘটনায় ১৪ জন নিহত, ২৪ জন আহত ও ১৪ জন নিখোঁজ হয়েছেন। মার্চে ৭ টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যথাক্রমে ৯ জন ও ৫ জন। এপ্রিলে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজ হন যথাক্রমে ৬ জন ও ৩ জন। মে মাসে ৭টি দুর্ঘটনায় ৫ জন নিহত, ৩ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। জুন মাসে নৌ দুর্ঘটনা ঘটেছে ১৩টি। এতে নিহত ১০, আহত ৭ ও নিখোঁজ হয়েছেন ৮ জন। 


এসসিআরএফের বলছে, দুর্ঘটনাকবলিত নৌযানগুলোর মধ্যে রয়েছে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট, বাল্কহেড (বালুবাহী নৌযান), পণ্যবাহী ও লাইটার জাহাজ। 


জেবি/এসবি