লালমোহন পৌরসভার মেয়র এবং তার স্ত্রীর সুস্থতায় দোয়া
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩
ভোলার লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন এবং তার স্ত্রী রিনা সুলতানার সুস্থতায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) জুমআর নামাজের পর পৌরসভার বিভিন্ন মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক লালমোহনের নাহার
জানা গেছে, আগামী ২৬ জুলাই রিনা সুলতানার কোমড় অপারেশন করা হবে এবং মেয়র এমদাদুল ইসলাম তুহিন নিউরোলজী ডাক্তারের কাছে পূর্বের অপারেশনের চেকআপ করছেন। তারা বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলর এর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ জুলাই পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন ও তার স্ত্রী রিনা সুলতানা অসুস্থ হয়ে ভারতে চিকিৎসার জন্য যান।
জেবি/ আরএইচ/