ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিশুসহ নিহত বেড়ে ১৮
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩
ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে পড়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত বেড়ে ১৫
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার।
তিনি বলেন, নিহতদের মধ্যে তিন জন শিশু, ছয় জন পুরুষ ও আট জন নারী রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্মৃতি নামের বাসটি ৪০ জনের মত যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাওয়ার পথে ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জেবি/এসবি