একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩


একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭
ফাইল ছবি

একদিনে দেশে করোনায় একজনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আরও ৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪৮ জনে।


আরও পড়ুন: দেশে করোনায় একজনের প্রাণাহানি, শনাক্ত ১০৯


এছাড়া একই সময়ে ২ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।


নতুন একজনের মৃত্যুতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।


আরও পড়ুন: একদিনে আরও ৪২ জনের করোনা শনাক্ত


দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


জেবি/এসবি