হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি
হিরো আলম। ফাইল ছবি

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।


সোমবার (২৪ জুলাই) রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।


সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং ০১৩২৩৭৯২ হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।


আরও পড়ুন: আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব বলল হিরো আলম


বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি (মঙ্গলবার) আদালতে জানাব এবং আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


হিরো আলম বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি, কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। 


জেবি/ আরএইচ/