গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৮৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩
দেশে একদিনে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৯ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জন।
আরও পড়ুন: একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে ৬৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮০৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮০৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৫৪৫টি।
আরও পড়ুন: দেশে করোনায় একজনের প্রাণাহানি, শনাক্ত ১০৯
নমুনাভাবে পরীক্ষায় দেখা গেছে শনাক্তের হার ৪ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
জেবি/এসবি