গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৮৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৮৩
ফাইল ছবি

দেশে একদিনে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 


মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৯ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জন।


আরও পড়ুন: একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে ৬৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮০৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮০৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৫৪৫টি।


আরও পড়ুন: দেশে করোনায় একজনের প্রাণাহানি, শনাক্ত ১০৯


নমুনাভাবে পরীক্ষায় দেখা গেছে শনাক্তের হার ৪ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


জেবি/এসবি