শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ পিএম, ২৬শে জুলাই ২০২৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তিন মাদক কারবারিকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুর রাজ্জাক(রাজু), এসআই মো. মামুনুর রশিদ এবং এসআই সাখাওয়াত হোসেন সাদ্দাম। বরমী ইউনিয়নের বরামা ব্রীজ সংলগ্ন সুমনের দোকানের পাশে থেকে তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মৃত হাদিস মন্ডলের ছেলে শরিফ মন্ডল(২৪), পূর্ব সোনাব গ্রামের মৃত তনু বেপারীর ছেলে মো. জুয়েল মিয়া(৩০), মৃত হোসেন আলী মোঃ আছমত(৩৮)।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরএক্স/