Logo

আশুরার দিনে ঐতিহাসিক ২০ ঘটনা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ২২:০৪
70Shares
আশুরার দিনে ঐতিহাসিক ২০ ঘটনা
ছবি: সংগৃহীত

20 historical events on the day of Ashura

বিজ্ঞাপন

মহররম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম। 

মহররমের দশম দিবসে অর্থাৎ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলির মধ্যে-

বিজ্ঞাপন

১. আকাশ জমিন পাহাড়-পর্বত সব কিছুর সৃষ্টি। 

বিজ্ঞাপন

২. আদম (আ.) কে সৃষ্টি । 

৩. নূহ (আ.) মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ। 

বিজ্ঞাপন

৪. হজরত ইবরাহিম (আ.) নমরুদের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ। 

বিজ্ঞাপন

৫. দীর্ঘ ১৮ বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব (আ.) দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ। 

৬. হজরত সুলাইমানকে (আ.) পৃথিবীর একচ্ছত্র রাজত্বদান। 

বিজ্ঞাপন

৭. হজরত ইউনুসকে (আ.) ৪০ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার। 

বিজ্ঞাপন

৮. হজরত মুসা (আ.) ফেরাউনের কবল থেকে রক্ষা। 

৯. হজরত ঈসা (আ.) পৃথিবীতে আগমন এবং জীবিতাবস্থায় আসমানে উত্তোলন। 

বিজ্ঞাপন

১০. হজরত ইদ্রিসকে (আ.) আসমানে উত্তোলন। 

বিজ্ঞাপন

১১. হজরত দাউদকে (আ.) বিশেষ সম্মানে ভূষিত।

 ১২. গাজওয়ায়ে খায়বার বিজয় অর্জন। 

বিজ্ঞাপন

১৩. মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন। 

১৪. প্রথম মানব হজরত আদমকে (আ.) সৃষ্টি করা এবং একই দিনে তার জান্নাতে প্রবেশ। 

১৫. হজরত আদমকে (আ.) জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনঃসাক্ষাৎ লাভ। 

১৬. হজরত নূহকে (আ.) তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান। 

১৭. হজরত সোলায়মানকে (আ.) হারানো বাদশাহী ফিরিয়ে দেয়া। 

১৮. হজরত ইয়াকুব (আ.) কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ (আ.) এর সঙ্গে সাক্ষাৎ 

১৯. সর্বশ্রেষ্ঠ ও প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে হিজরত করে মদিনা শরিফে আগমন।

২০. হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার ৭৭ ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শহাদতবরণ। 

 সূত্র: (আল বিদায়া ওয়ান নিহায়া, ১/১৩২, উসদুল গাবাহ, ১/২১ ফাতহুল বারী, ৪/২৯১ আর রাহিকুল মাখতুম ১/৬৮)

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD