শুক্রবারও মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ পিএম, ২৭শে জুলাই ২০২৩


শুক্রবারও মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি
ফাইল ছবি

বিএনপিকে রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবারও (২৭ জুলাই) মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে।


নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা বলছেন, শুক্রবার ঢাকায় দুইটি ভিভিআইপি মুভমেন্ট রয়েছে। এছাড়া আশুরার নিরাপত্তায় পুলিশের ব্যস্ততা রয়েছে। সেই সঙ্গে শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য রয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, এখনও তারা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করছে।


আরও পড়ুন: পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকলে সমাবেশের অনুমতি দেওয়া হবে বললেন ডিএমপি কমিশনার


ওই কর্মকর্তা জানান, পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ বিকেল চারটায় প্রেস ব্রিফিং করবেন। সেখানে অনুমতি পাওয়া-না পাওয়ার বিষয়টি খোলাসা করবেন।


এর আগে দুপুরে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।’


জেবি/ আরএইচ/