কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ২৭শে জুলাই ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শত শত ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সাজেদ।
কলেজ প্রাঙ্গণে কালীগঞ্জ কল্যাণ সংস্থা ২টি বকুল, ৮টি দেবদারু, ১টি কৃষ্ণচূড়া ও ২৫টি ঝাউ গাছের চারা রোপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে গাছ লাগাতে উৎসাহিত করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন এবং বৃক্ষের মতো উদার ও নিস্বার্থ হয়ে সবুজ কালীগঞ্জ গড়তে সকলকে আহবান জানান।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
