বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫১ এএম, ২৮শে জুলাই ২০২৩

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। বিএনপির দাবি তাদের নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে। তবে পুলিশের দাবি অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।
শুক্রবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে বেশ কয়েকটি স্থানে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল চেক পোস্টে সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহনের তেমন চাপ নেই। স্বাভাবিকের চেয়ে মহাসড়ক বেশ ফাঁকা।
আরও পড়ুন: পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকলে সমাবেশের অনুমতি দেওয়া হবে বললেন ডিএমপি কমিশনার
সাধারণ যাত্রীরা জানান, ঢাকামুখী সড়কে বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি করছে। বাসস্ট্যান্ডে বেশিক্ষণ বাস থামতে দেওয়া হচ্ছে না। এছাড়া অন্যান্য দিনের চেয়ে বাস কম থাকায় দীর্ঘসময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গন্তব্যের পরিবহণ পাওয়া যাচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু গণমাধ্যমকে জানান, দেশের সর্ববৃহৎ দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
জেবি/ আরএইচ/