গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২২ পিএম, ২৮শে জুলাই ২০২৩


গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।


শুক্রবার (২৮ জুলাই) সন্ধায় এ ঘটনাটি ঘটে।


আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।


আরও পড়ুন: ডা. জাফরুল্লাহর বাসায় এডিসের লার্ভা, ছেলেকে জরিমানা করল আদালত


পল্টন থানার ওসি সালাউদ্দিন জানান, গোলাপশাহ মাজার এলাকায় সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে আমরা জেনে আপনাদেরকে জানাব।


জেবি/ আরএইচ/